দুই হাজার গাড়ি নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গেল জাহাজ
ইতালি থেকে ব্রাজিলে যাওয়ার পথে একটি কন্টেইনার জাহাজে ভয়াবহ আগুন লেগে ফ্রান্স উপকূলের আটলান্টিক মহাসাগরে জাহাজটি ডুবে গেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) কন্টেইনার জাহাজটি দুই হাজার গাড়ি নিয়ে ব্রাজিলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (২০ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলসহ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহের মঙ্গলবারের (১৯ মার্চ) এ দুর্ঘটনা শত শত লাখ ডলারের ক্ষতি হয়েছে। তবে জাহাজটিতে থাকা ২৭ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
এদিকে, ফ্রান্স উপকূলে জাহাজটি ডুবে যাওয়ার ফলে পানিতে ছড়িয়ে পড়া তেল দ্রুত পরিষ্কার করতে শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন