দুদকের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বগুড়ার আদমদীঘি উপজেলায় অবৈধভাবে সরকারি জমি বিক্রি করে প্রায় ৪১ লাখ টাকা ক্ষতি করা সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত এ আদেশ দেন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার জ্যেষ্ঠ বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালত এই নির্দেশ দেন।
এর আগে দুদকের দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে দুপুর ১২টার দিকে বগুড়ার আদালতে হাজির হন।
এ সময় তার পক্ষে আইনজীবী হেলালুর রহমান ও আল মাহমুদ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) বলেন, বগুড়ার সান্তাহারে পাট মন্ত্রণালয়ের ৬৩ লাখ টাকা মূল্যের জমি টেন্ডার ছাড়াই ২৩ লাখ টাকায় বিক্রি করা হয়। এ ঘটনায় অনুসন্ধান শেষে দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম ২০১৭ সালের ১৭ আগস্ট বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় দুদক তদন্ত করে লতিফ সিদ্দিকীর নামে আদালতে চার্জশিট দাখিল করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন