দুবাইকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করলো গালফ
ডেজার্ট ভাইপার্সকে ২৫ রানে হারালো গালফ জায়ান্টস। এই ম্যাচের ফলে কোয়ালিফায়ারও চূড়ান্ত হয়ে গেলো। এই দুটি দলই আগামী ৩১ মার্চ দুবাইয়ে মুখোমুখি হবে।
শনিবার দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে শিমরন হেটমায়ারের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৮০ রান করে গালফ। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডেজার্টকে ৬ উইকেটে ১৫৫ রানে থামায় তারা।
জেমস ভিন্স ও টম ব্যান্টনের উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে ৪৬ রান তোলে গালফ। ব্যান্টন (২০), ক্রিস লিন (১২) ও ভিন্স (৩৯) মাঠছাড়ার পর হেটমায়ার হাল ধরেন। তার ৩৫ বলে ২ চার ও ৪ ছয়ে সাজানো ৫৪ রানের ইনিংসে বড় সংগ্রহ করে দল।
লক্ষ্যে নেমে রোহান মুস্তফা ও অ্যালেক্স হেলসের ৫৭ রানের জুটিতে ভালো শুরু করেছিল ডেজার্ট। পরপর দুই ওভারে তারা দুজন ফিরে গেলে ধস নামে। ৮৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। এরপর টম কারান একপ্রান্ত আগলে রেখে খেললেও রান রেট বাড়তে থাকে। ৩৩ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। রোহান ২৮ ও হেলস ২৬ রান করেন।
গালফের ডমিনিক ড্রেকস, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড উইজ, ক্রিস জর্ডান, আয়ান আলফাজ খান ও গেরহার্ড এরাসমাস একটি করে উইকেট নেন।
এই হারের পরও ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ শেষ করেছে ডেজার্ট। অবশ্য গালফ পরের ম্যাচে জিতলে তাদের টপকে যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন