দুর্গাপুরের উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রবীন মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ দুর্গাপুরের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
সোমবার দুপুরে তাঁর বাসভবনে মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে গিয়ে ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙ্গালী জাতিকে লাল সবুজের জাতীয় পতাকা উপহার দিয়েছি। বর্তমানে তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সহায়তায় সামনে এগিয়ে নিয়ে বাংলাদেশকে ডিজিটাল দেশে রুপান্তরিত করেছে। কিন্তু দুর্গাপুর উপজেলা অনেকাংশে পিছিয়ে রয়েছে।সামনে জাতীয় নির্বাচন, দেশের এই উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখতে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আমি বেশ কয়েকবার ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম, দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে নির্বাচনের মাধ্যমে তৃনমুলের ভোটে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছি। দলীয় কর্মকান্ডে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলো চলতে চাই। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে দল থেকে আমি মনোনয়ন প্রত্যাশি। প্রবীণ মুক্তিযোদ্ধা হিসেবে সকল দিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃনমুলের মতামতের ভিত্তিতে মনোনয়ন দিলে ইনশাহ্আল্লাহ আমি নৌকা মার্কার টিকিট পাবো। আমি নির্বাচিত হলে অবহেলিত দুর্গাপুরকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাস করে। দল যদি আমাকে মনোনয়ন নাও দেয়, দলের স্বার্থে যাকে মনোনয়ন দেন তাঁকে সাথে নিয়ে নৌকা মার্কায় বিজয় ছিনিয়ে আনতে এক সাথে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে আহবান জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন