দুর্গাপুরে আওয়ামী পরিবারের বাড়ীঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নে কালিকাপুর গ্রামে পুর্বশক্রতার জের ধরে আওয়ামী পরিবারের বসত বাড়ী পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামে দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগ নেতা জুয়েল রানার পরিবারের সাথে হোসেন আলী গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই সুবাদে গত ৬নভেম্বর জমির ধান কাটাকে কেন্দ্র করে এক সংঘর্ষে জুয়েল রানার পরিবারের ৬জন গুরুতর আহত হয়ে দুর্গাপুর ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎধীন।
এ ব্যাপারে দুর্গাপুর থানায় ২৫জনের নামে ১টি মামলা দায়ের করা হলে পরবর্তিতে ১৩জন জামিনে এসে এ অগ্নিকান্ড ঘটিয়েছে বলে মামলার বাদী আব্দুুল আজিজ এ প্রতিনিধিকে জানান।
তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা আমার বসতবাড়ীর পুর্ব ঘরে আগুল লাগিয়ে দিলে ঘরে রক্ষিত ৮০কেবি কাঠ ও আসবাবপত্রসহ প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে দুর্গাপুর থানার এসআই মোঃ আশ্রাব আগুন দেয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন