দুর্গাপুরে গারোদের ওয়ানগালা অনুষ্ঠিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শুক্রবার দিনব্যাপি আদিবাসী সংগঠন বিরিশিরি সিমসাং হাসামো আয়োজিত গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব ওয়াইডাবিøউসিএ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ানগালা অনুষ্ঠান হচ্ছে শীতের শস্য ঘরে তোলা, বাংলায় এটাকে ‘নবান্ন’ উৎসব বলে। এবারের উৎসবের মুল প্রতিপাদ্য বিষয় হলো ‘স¤প্রীতির বন্ধনে বাংলাদেশ’। মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন যেন ওয়ানগালা উদযাপনের মাধ্যমে সকল মানুষের মাঝে ছরিয়ে পরে তার জন্যই গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব প্রতিবছর পালন করা হয়। উৎসবে মি. অন্তু রিছিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আদিবাসীনেতা উপাধ্যক্ষ মি. রেমন্ড আরেং।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, পৌর কাউন্সিলর বিপ্লব রেমা, অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর পরিচালক শুভ্র চিরান, আদিবাসীনেতৃ লুদিয়া রুমা সাংমা প্রমুখ। আলোচনা শেষে আদিবাসী শিল্পীরা তাঁদের কৃষ্টি তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন