দুর্গাপুরে জিবিসি নার্সিং হোমে হামলা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শুক্রবার দুপুরে বিরিশিরি গাড়ো ব্যাপ্টিস্ট কনভেনশন পরিচালিত জিবিসি ব্রড ব্যাংকস ক্লিনিক এন্ড নার্সিং হোমস্ এ আভ্যন্তরিন কোন্দল নিয়ে হামলা করেছে একদল বহিস্কৃত নেতৃবৃন্দ।
এ বিষয়ে নার্সিং হোমস ইনচার্জ ডাঃ ম্যাগডালিন খকসি সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো আজকেও নার্সিং হোমস্সে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় স্টীফেন আশিষ রেমা‘র নের্তৃত্বে জিবিসি‘র কমিটি থেকে বহিস্কৃত ৭-৮ জন নেতৃবৃন্দ ক্লিনিকে এসে নতুন ডিরেক্টর দাবী করে তর্কাতর্কির এক পর্যায়ে আমার গায়ে হাত তুলতে এগিয়ে আসলে সাথে থাকা অন্যান্যরা ফিরিয়ে দেয়। এ সময় বিদ্্েরাহীরা ক্লিনিকের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় রোগিদের চিকিৎসাসেবাও সাময়িক বন্ধ হয়ে যায়। এ নিয়ে দুর্গাপুর থানায় খবর দিলে পুলিশ এসে বিদ্রোহীদের বিচ্ছিন্ন করে ক্লিনিক সহ অন্যান্য কক্ষের তালা খুলে দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে দুর্গাপুর থানার এসআই মাহবুব বলেন, দীর্ঘদিন ধরে জিবিসি‘র পরিচালনা কমিটি নিয়ে দু‘পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে, আজকের হামলা বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা এর দ্রæত ব্যবস্থা নেব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন