দুর্গাপুরে নিয়মবহির্ভুত বালু উত্তোলনে বেলা‘র মতবিনিমিয়
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বুধবার সকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহনে এনজিও সমন্বয় পরিষদ সভাপতি মি. পঙ্কজ মারাক এর সভাপতিত্বে উপজেলার সোমেশ্বরী নদীতে নিয়ম বহির্ভুত ভাবে বালূ উত্তোলনের ফলে স্থানীয় ভাবে পরিবেশের উপর যে বিরুপ প্রভাব দেখা দিয়েছে তা নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সুজন সভাপতি মি. অজয় সাহা, প্রেসক্লাব সভাপতি মি. নিতাই চন্দ্র সাহা, বেলা কর্মকর্তা মি. সোমনাথ লাহেরী, সাংবাদিক মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সুজন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আদিবাসী নেতা মতিলাল হাজং প্রমুখ।
বক্তারা বলেন, অচিরেই নিয়ম মাফিক ভাবে বালু উত্তোলন না করলে, ভবিষ্যতে দুর্গাপুর বাজার সহ বিভিন্ন অংশ নদী গর্ভে চলে যেতে পারে। এ ব্যাপারে প্রশাসন সহ সকলকে সোচ্চালর হওয়ার জোর আহবান জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন