দুর্গাপুরে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বুধবার দুপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক স্বপন হাজং, উপজেলা কৃষি কর্মকর্তা উমর ফারুক, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মোহন মিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।
বক্তারা বরেন, বর্তমান কৃষিবান্ধব সরকার সারাদেশে কৃষি খাতে রেকর্ড পরিমান ভুর্তুকি দিয়েছে। বর্তমান সরকার কৃষিতে সাফল্য আনতে সব সময় কৃষকের পাশে থাকবে। কৃষি প্রণোদনা হিসেবে প্রতি পরিবারকে পাঁচ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও এক হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন