দুর্গাপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। বুধবার দুপুরে নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এম রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) বক্তব্য রাখেন, নেত্রকোনা-১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী।

অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোসাম্মাৎ জেবুন্নেসা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা সমাজসেবা অফিসার জোবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর প্রমুখ।

আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ফ্রি ম্যাডিক্যাম্পের মাধ্যমে সেবাদান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মাঝে ঔষধী ও ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।