দুর্গাপুরে ভিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বুধবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ অতিদরিদ্র ৪শত পরিবারকে ভিজিএফ এর মাধ্যমে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
২০১৭-১৮ অর্থ বছরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ৭ম কিস্তির বিশেষ ভিজিএফ বাবদ নগদ ৫ শত টাকা ৩০কেজি চাল বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানের উদ্ভোধন করেন এমপি ছবি বিশ্বাস। অন্যান্যদের মধ্যে সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সহ:সভাপতি মোঃ আলী আসগর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. শাহীনুর আলম সাজু, ট্যাগ অফিসার ও একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মোহন মিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ। বক্তারা বলেন, কৃষকের ঘরে পরবর্তী মৌসুমের নতুন ধান না ওঠা পর্যন্ত সরকার খাদ্য ও অর্থ সহায়তাসহ পুনর্বাসনের জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি বান্ধব বর্তমান সরকারকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন