দুর্গাপুরে মহান বিজয় দিবস স্মরণে সাংস্কৃতিক প্রতিযোগিতা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা শিল্পকলা একাডেমী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর আয়োজনে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে একাডেমী মিলনায়তনে সকাল ১১টায় প্রতিযোগিতা পুর্ব আলোচনা সভায় উপজেলা শিল্পকলা একাডেমীর সমন্বয়কারী সাংবাদিক তোবারক হোসেন খোকন এর সভপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সুসঙ্গ সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ আলী আসগর, উপজেলা মানবাধিকার কমিশন এর সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সঙ্গীত শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, মোঃ সুরুজ আলী প্রমুখ।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে দেশ থেকে জঙ্গীবাদ দুর করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে হবে। মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে অনুরোধ জানাই, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন সিলেবাস অনুযায়ী সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন