দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে বিরিশিরি বধ্যভুমি স্মৃতিসৌধ প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বেলা ১২টায় বিরিশিরি বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ এর পরিচালনায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, ওসি মিজানুর রহমান আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার প্রমূখ।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে সহিদ পরিবারে সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়। আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। এছাড়া সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উপজেলা শিল্পকলা একাডেমী, আলহাজ্ব মাফিজ উদ্দিন কলেজ স্থানীয় মিনারে শহীদদের আত্মার মাগফেরাতে ১০১টি প্রদীপ প্রজ্জোলন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন