দুর্গাপুরে শোকসভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/Durgapur-28.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে স্থানীয় ঈদগাহ্ মাঠে শনিবার সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক, সুসঙ্গ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলদার হোসেন খান এর মৃত্যুতে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রধান শিক্ষক মোঃ শাহীন বেগ এর সঞ্চালনায় স্মরণ সভায় মরহুমের কর্মজীবনের উপর স্মৃতিচারন করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, পৌর মেয়র হাজী আবদুস ছালাম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, মোঃ কামাল পাশা, কাউন্সিলর মোঃ মতিউর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মোঃ ইলিয়াস কাদের জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক সমিতি সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুল কাদের সহ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গতসোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষক দিলদার হোসেন মৃত্যু বরন করেন। তিনি ছিলেন প্রাথমিক শিক্ষকদের প্রথিকৃত। তাঁর আদর্শ ও কর্মময় জীবনের অংশ কর্মরত শিক্ষকগন লালন করলেই আমাদের মাঝে বেঁচে থাকবেন প্রানপ্রিয় প্রধান শিক্ষক দিলদার হোসেন খান। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন