দুর্গাপুরে ৬৮টি গীর্জায় বড় দিনের প্রার্থনা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী এলাকায় খ্রীষ্টান স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।
দুর্গাপুর উপজেলায় খ্রীষ্টান স¤প্রদায়ের প্রায় ২২হাজার লোকের বসবাস। বড়দিন উপলক্ষ্যে ৬৮ টি গীর্জায় সমবেতভাবে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, আলোকপ্রজ্জলন, কেক কাটা, ধর্মীয় সঙ্গীত ও নানা আয়োজনের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের মাধ্যমে সরকারী অনুদান হিসেবে সর্বমোট ৩৪মে.টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে।
রাণীখং ধর্মপল্লীর ফাদার পিলসন মানখিন ও আগাড়পাড়া গীর্জার পাষ্টার মাইকেল প্রদীপ বাউল জানান, এ উৎসব উপলক্ষে প্রতিটি গীর্জায় দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময় সহ আত্মীয় স্বজনের মাঝে উপহার বিনিময় করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন