দুর্নীতি থামাতে না পারলে অর্থনীতি আরো ধ্বংস হবে
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, দুর্নীতি থামাতে না পারলে অর্থনীতি আরো ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ২৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর তোপখানা রোডস্থ নতুনধারার কার্যালয়ের সামনে নিরন্ন-ভাসমানদের মাঝে খাদ্য প্রদান কর্মসূচির শেষে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
এসময় মোমিন মেহেদী বলেন, দেশে কথায় কথায় মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে। এমতবস্থায় প্রয়োজন নীতির সাথে সুপরিকল্পিত পদক্ষেপ; যাতে অর্থর্নীতি ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন