দুর্নীতি | সাবিনা ইয়াসমিন

দুর্নীতি
সাবিনা ইয়াসমিন


পাগল বলে থাকিস ভাই ঘর কোণে বন্দি,
পাগল বলে তোর সাথে করে না কেউ সন্ধি।
তোর চেয়ে বড় পাগল আছে দেশে বাজারে,
তোরে কেমন করে বলে ওরা পাগল আহারে।
পাগল হলো দুর্নীতি,
নাই তার কোন নীতি।
দৌড়ায় সারাদিন,
সময় পায়না ঘন্টা তিন।
ব্যস্ত লোকের ভিড়ে,
বেঁচে থেকেও সে মরে।
টাকা আর সম্পত্তিরি,
তার বেশি দরকারি।
দিনদিন ভুলে যায় তার অবস্থান,
দুর্নীতি ভাই সে বড়ই মহান।
ছুটতে ছুটতে অর্থর পাহাড় গড়ে,
শেষ সময়ে একলা ধুঁকে ধুঁকে মরে।