দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/dudok-20220816191620.webp)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক।
প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ব্রিজ/কালভার্ট) আলতাফ হোসেনের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত রোববার (১৪ আগস্ট) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ( ১৬ আগস্ট) বিষয়টি জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মু. আরিফ সাদেক।
দুদকের পাঠানো ওই চিঠিতে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে, আপনি (আলতাফ হোসেন) জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ-সম্পত্তির মালিক হয়েছেন।
চিঠিতে বলা হয়, আপনার, আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বেনামে অর্জিত অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে প্রেরিত সংযুক্ত ছকে দাখিল করার নির্দেশ দেওয়া হলো।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করতে পারলে, ব্যর্থ হলে বা মিথ্যা সম্পদবিবরণী দাখিল করলে দুদক আইন ২০০৪ এর ২৮ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন