দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চলাচল বিঘ্নিত

প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন রুটে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। রোববার (২৯ এপ্রিল) সকাল ৮টা ২৮ থেকে ৯টা ৪২ মিনিট এবং বেলা ১১টা ৫০ থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা এ কথা স্বীকার করেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকালে রাজধানীতে ঘণ্টায় ৭৩ কিলোমিটার গতির বাতাস নিয়ে কালবৈশাখী আঘাত হানার পর ঘণ্টা তিনেক মাঝারী থেকে ভারী বৃষ্টি হয়। ভারী বর্ষণের খবর এসেছে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছিল আগেই।

দীনেশ কুমার সাহা বলেন, এমনিতে ২ নম্বর সংকেতে ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান চলাচলে কোনো বাধা নেই। কিন্তু ঝড়-ঝঞ্ঝার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকাল থেকে দুই দফা সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

ঢাকা সদরঘাট থেকে এমনিতে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৪২টি রুটে মোটামুটি ৬৫ থেকে ৭০টি যাত্রীবাহী লঞ্চ ছাড়ে। তবে এ সপ্তাহে বেশ কয়েক দিন সরকারি ছুটি থাকায় রোববার সকালে সদরঘাটে ভিড় ছিল তুলনামূলক বেশি।