দুস্কৃতিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

সারাদেশ ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বাড়ীতে অগ্নিসংযোগসহ মন্দিরে হামলা ও লুটপাটে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে বীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালিত।

শনিবার (১০ আগস্ট) বিকালে বীরগঞ্জ পৌরশহরের বিজয় চত্বরে সম্মিলিত সংখ্যালঘু ও ছাত্র জনতার ব্যানারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিজয় চত্বরে মানববন্ধন করে কয়েকহাজার সনাতন ধর্মালম্বিরা।

সমাবেশে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় তিনি কর্মসূচি থেকে আন্দোলনকারীদের পক্ষে চারটি দাবি জানান।

১)সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন করতে হবে
২) সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে
৩) সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রনয়ন ও বাস্তবায়ন করতে হবে
৪) সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে এবং সারাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর দুষ্কৃতিকারীদের অত্যচার, মন্দির ভাংচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট সহ সকল প্রকারের নির্যাতনের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ,সংখ্যালঘুদের আর্থিক ক্ষতিপূরন ও সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

oppo_0