সাতক্ষীরার দেবহাটায় ভোট গ্রহন চলছে, উপস্থিতি কম
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/ddk-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় এই ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইসি সবার সহযোগিতা চেয়েছে। ভোট শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন প্রার্থীরা।
এদিকে, উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী লড়ছেন। তাদের মধ্যে নৌকা নিয়ে উপজেলা আওয়ামীলী লীগের সভাপতি মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম আনারস এবং ন্যাশনাল পিপলস পার্টির অজিহার রহমান আম প্রতীক নিয়ে লড়াই করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬ শত ৫৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৬ শত ১৭ জন ও মহিলা ভোটার ৫১ হাজার ৩৯ জন।
উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে দলীয় মনোনয়নে। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ ও ন্যাশনাল পিপলস পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, বিশেষজ্ঞ মহল মনে করছে, মূল লড়াই হবে নৌকা ও আনারসের মধ্যে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন