দেবী বির্সজনের মাধ্যমে শেষ হচ্ছে ৫ দিনের দুর্গোৎসব

দেবী বির্সজনের মাধ্যমে শেষ হচ্ছে সনাতন ধমার্বলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।গত বুধবার মহা নবমী উদযাপিত হয়,নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে দেবী বিদায়ের সুর বাজতে শুরু করেছে।

আজ বিজয়া দশমীতে দেবী দূর্গা মত্য ছেড়ে কৈলাশে (স্বামীগৃহে) ফিরে যাবেন। বিজয়া দশমীতে বিদায় নিবেন মা দূর্গা।প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্টানিকতা সমাপ্তির ঘটবে।

উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন কুমার পাল জানান, এ বছর উপজেলায় ১৫ টি পূজা মন্ডপে খুবই নিরাপত্তা ও মনোরম সুন্দর মূখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যার সাথে সাথেই প্রতিমা বিসর্জনের জন্য অনুরোধ করা হয়েছে।

মদন থানার অফিসার ইনর্চাজ শামছুল আলম শাহ বলেন, উপজেলা ও মদন পৌর সভা সহ ১৫ টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে,আজ ২ অক্টোবর সন্ধ্যার পূর্বেই প্রতিমা বিসর্জনের জন্য অনুরোধ করা হয়েছে।

নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান,আজ দেবী বিসর্জনের মাধ্যমে সনাতন ধমার্বলাম্বীদের বড় উৎস শারদীয় দূর্গাপূজা শেষ হতে যাচ্ছে।শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সন্ধ্যার পূর্বেই প্রতিমা বিসর্জন দেয়ার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়েছে।