দেশত্যাগী শঙ্খচিল || অনিন্দ্য আসাদ
দেশত্যাগী শঙ্খচিল
-অনিন্দ্য আসাদ
সেই শঙ্খচিল আর ফিরে আসলোনা
সোনালী রোদের জৈবিক কামনায় লিপ্ত হয়ে
সবকিছু পিছু ফেলে কোথায় যে হারালো,
প্রতিদিন সবিতার উল্লাসের মহরতে জন্মনিতো
অগনিত শঙ্খচিল, কালের অজস্র আহ্বানে
হাজারো চিলেরা ধূলিস্যাৎ হয়ে যেতো
আবার অনেকে দেশত্যাগী হয়ে
মুছে যেতো সারা জীবনের জন্যে।
শ্যাওড়ার বন থেকে কোটি কোটি কাক এসে
উল্লাস করছে গোলাপের আঙ্গিনায়,
মজলিসে ঠাঁই নিয়েছে ক্ষুধার্ত বাঘেরা,
শিরিসের নিচে আর গোখরো সাপের
নাচন আগের মতন জমেনা,
সেখানে লুটিয়ে থাকে অষ্টাদশী
জরিনার লাশ,
জননীর জিকিরের পরিবর্তে
দূর থেকে ভেসে আসে
ময়মুনার পিতার চিৎকার
“ওগো কে কোথায় আছো
আমার মেয়েকে বাঁচাও বাঁচাও।”
তবুও এখন সেই শঙ্খচিলের আশায়
একজন বসে থাকে চোখে স্বপ্ন নিয়ে,
রাত জেগে জেগে চোখের দু’কূল
ভেঙ্গে পড়ে, আকাশের কান্না তাকে আর
ভেঁজাতে পারেনা,
স্মৃতির ফেরারী আঘাতে প্রত্যেক সন্ধ্যায়
তার দুটি চোখ ঝাপসা হয়ে
বেয়ে পড়ে দুইফোটা নোনা অশ্রু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন