‘দেশবাসী দেখছে ভুলগুলো’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/images-7-1-667x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজকে কয়েকদিন আগেও হোয়াইটওয়াশ করেছে তাদেরই মাটিতে। তাই জিম্বাবুয়ের বিপক্ষেও ছিল ভালো কিছুর আভাস।
কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে গেছে বাংলাদেশ।
৩০৪ রানের লক্ষ্য স্বাগতিকরা টপকে গেছে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে। কোন ভুলে ম্যাচ হারল বাংলাদেশ? সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জবাবে বললেন, ভুলগুলো সবাই দেখেছে।
তিনি বলেছেন, ‘বার্তাটা একই থাকবে যা আমি প্রথম ম্যাচে দিয়েছি। ভালোভাবে ফিরে আসার সামর্থ্য আমাদের আছে।
যে ভুলগুলো করেছি সেগুলো আমরাও জানি, আপনারা দেখেছেন, পুরো দেশবাসী দেখেছে। এখন এসব শুধরে ভালোভাবে কামব্যাক করবো বলে আশা করছি। ’
জিম্বাবুয়ে একাদশে গতকাল প্রথম ৬ ব্যাটারই ছিল ডানহাতি। যাদের বিপক্ষে দারুণ কার্যকর হওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে নেওয়া হয়নি কোনো বাঁহাতি স্পিনার।
জিম্বাবুয়েকে ম্যাচ জেতাতে সেঞ্চুরি করেছেন ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা, তারা দুজনও ছিলেন ডান হাতি। বাঁ হাতি স্পিনার না নেওয়া প্রসঙ্গে তামিম বলেছেন, ‘এখন চিন্তা করলে মনে হতে পারে হয়তো জিনিসটা ওভাবে হলেও ভালো হতো। তবে যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটাকে ভুল বলবো না।
‘কারণ স্বাভাবিকভাবে আমরা যদি আজকে আগে বল করতাম ব্যাপারটা অন্যরকম হতে পারতো। তবে হ্যাঁ এটা অবশ্যই আমাদের ভাবনায় যোগ হচ্ছে, পরের ম্যাচে কম্বিনেশনটা কেমন হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন