দেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা প্রসংশা করছেন শেখ হাসিনার : গোলাপ এমপি

মাদারীপুর সদর উপজেলার খামারবাড়ী নেছারিয়া ফাযিল মাদরাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১০ আগষ্ট)বিকেলে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবনের উদ্বোধন করেন বালাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ এমপি।

উদ্বোধন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করেছেন ‘দেশের মানুষ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এরা ক্ষমতায় টিকে থাকতে সকল অনৈতিক কাজ করে যাচ্ছে’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ড. আবদুস সোবাহান গোলাপ এমপি বলেন, দেশের উন্নয়ন দেখে জনগণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে জনগণ আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। তাই জনগণ শেখ হাসিনাকেই আবারো ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের উন্নয়ন দেখে আমেরিকার প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করছেন। আর এসব দেখে বিএনপি জামাতের নেতাদের অন্তর জ্বালা শুরু হয়ে গিয়েছে। তাই তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। জনগণের মতামতের উপর ভিত্তি করে সারাবিশ্বে গণতান্ত্রিক উপায়ে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপ।

এসময় উপস্থিত ছিলেন কালকিনির পৌর মেয়র এস.এম হানিফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, কালকিনি উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, সহকারী কমিশনার ভূমি (সদর) মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমান দর্জি, ঘটমাঝি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর জমাদার, কালকিনি ও ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাদরাসার সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ অন্যরা। একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা।