দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পথচারী ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদের মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, চট্টগ্রামে একজন শিক্ষার্থী ও একজন পথচারী এবং রাজধানী ঢাকার সাইন্সলাবে একজন পথচারী নিহত হয়েছেন বলে তাৎক্ষণিক জানা গেছে।
সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের আগ থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে রাখে। পাল্টাপাল্টি ছাত্রলীগও অবস্থান নেয়। পুলিশেরও ছিল সরব উপস্থিতি।
মুখোমুখি এসকল ঘটনায় দিনভর উত্তেজনা যেমন ছিল তেমনি বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সকল পরিস্থিতিতে বিকেলে সংবাদ আসে দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েনের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন