দেশের ৩৭ হলে চলছে ভারতীয় সিনেমা ‘ভিলেন’
৪৭ সিনেমা হলে ‘দহন’ আর দুটিতে ‘পাঠশালা’র পাশাপাশি শুক্রবার দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাফটা চুক্তিতে আসা কলকাতার ছবি ‘ভিলেন’। ছবিটি আমদানি করছে এনইউ আহমেদ ট্রেডার্স।
বাবা যাদবের পরিচালনায় ‘ভিলেন’ ছবিটি নির্মিত হয়েছে এসভিএফ-এর ব্যানারে। এই ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ, মিমি চক্রবর্তী, ঋতিকা সেন প্রমুখ। গত দুর্গা পূজায় পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পেয়েছিল।
এন ইউ আহমেদ ট্রেডার্সের কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন, ‘আমরা সাফটা চুক্তির আওতায় ভিলেন ছবিটি বাংলাদেশে মুক্তি দিয়েছি। তার বিনিময়ে শাকিব খানের ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি দেয়া হচ্ছে।’
‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিটি কলকাতায় শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন লিপু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন