দেশের ৬৪ জেলায় সিনেপ্লেক্স চান ফেরদৌস

বাংলা সিনেমার জৌলুস আর নেই। এক সময় যেভাবে দলেবলে মানুষ সিনেমা হলে গিয়ে টিকেট কেটে সিনেমা দেখতো, এখন আর সেসময় নেই। সিনেমা হলগুলো দর্শক খরায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এরজন্য ভালো সিনেমা তৈরি না হওয়া যতোটা দায়ি, তারচেয়ে ঢের বেশী দায়ি বর্তমানে ঝিমিয়ে চলা দেশের বেশীর ভাগ প্রেক্ষাগৃহগুলোর নাকাল পরিবেশ! অন্তত এমনটাই মনে করছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।

বাংলা সিনেমার ভরাডুবির জন্য সবাই ভালো সিনেমা তৈরি না হওয়াকে প্রধান কারণ বলে মনে করলেও, বাংলাদেশে ভালো একটি সিনেমা দেখা বা দেখানোর পরিবেশ বেশীর ভাগ প্রেক্ষাগৃহে নেই বলেই অভিযোগ অনেকের। এমন অভিযোগকে অস্বীকার করছেন না চিত্রনায়ক ফেরদৌস। আর তাই বাংলাদেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে সিনেপ্লেক্স করার দাবী জানিয়েছেন তিনি।

বাংলা চলচ্চিত্রে যে দর্শক খরা, তার প্রধান কারণ ভালো প্রেক্ষাগৃহ না থাকা। এমনটাই ভাবছেন ফেরদৌস, তাই তিনি মনে করেন, ভালো ভালো ছবি নির্মিত হলে এবং সেসব ছবি ভালো পরিবেশে দেখার সুব্যবস্থা করা গেলে দর্শক আবারও হলমুখী হবে। আর এরজন্য দেশের ৬৪টা জেলাতে সিনেপ্লেক্স নির্মাণের দাবি করেন তিনি।

কিন্তু সিনেপ্লেক্সে গিয়ে ছবি উপভোগের আর্থিক সামর্থ্য কি সমাজের খুব বেশি মানুষের আছে? এমন প্রশ্নে সদ্য বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে চারবারের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী অভিনেতা বলেন, কয়েকদিন আগে মুম্বই ছবি ‘বাহুবলী’ দেখতে ঢাকা থেকে কয়েকশ’ মানুষ প্লেনের টিকিট কেটে ভারতে গেছে৷ বিনোদনের জন্য পয়সা খরচ করতে প্রস্তুত মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে৷