নোয়াখালীতে বাসদের (মার্কসবাদী) প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা
‘দেশের ৯০ ভাগ পরিবারের কেহই চাকুরি পায় নাই’
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বাসদের (মার্কসবাদী) প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা দেশের ৯০ ভাগ পরিবারের কেহই চাকুরি পায় নাই বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহার প্রত্যেক পরিবারে একজনকে সরকারি চাকুরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ দেশের ৯০ ভাগ পরিবারের কেহই চাকুরি পায় নাই। ঘুষ, দুর্নীতি ছাড়া চাকুরি পাওয়া যায় না। কোটি কোটি মানুষ বেকার। লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিত বেকরা। রোববার দুপুরে সমাজতান্ত্রিক দল বাসদের (মার্কসবাদী) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কমিটির উদ্যোগে টাউন হলে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এর আগে জেলা শহর মাইজদীতে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়। দলের জেলা আহŸায়ক দলিলুর রহমান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা সাইফুজ্জামান সাকন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা আহŸায়ক মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি মোবারক করিম, সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন ও নারী মুক্তি কেন্দ্র জেলা কমিটির সংগঠক স্বর্ণালী আচার্য প্রমুখ। বক্তারা আরো বলেন, ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হলেও অধিকার বঞ্চিত রয়েছে জাতি। যারা উৎপাদন করছে তারা দিন দিন দারিদ্রসীমার নিচে বসবাস করছে। আর এক শ্রেণির মানুষ শুধুই টাকার পাহাড় নির্মাণ করছে। দেশে গুম, খুন, ধর্ষণ নির্যাতন বেড়ে চলছে। স্বাধীন হয়েও আজ পরাধিন জাতিতে পরিণত হয়েছে দেশের মানুষ। দেশে পুঁজিবাদী, ফ্যাসিবাদী শাসন চলছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রায় নেই। সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বক্তারা সরকারের নির্বাচনী ইস্তেহার মতে অবিলম্বে নতুন নতুন কলকারখানা নির্মাণ করা ও সরকারি শূন্য পদে মেধার ভিত্তিতে লোক নিয়োগ দেয়ার দাবী জানান। একই সঙ্গে পুঁজিবাদ বিরোধী লড়াইয়ে বিপ্লবী দল বাসদের (মার্কসবাদী) পতাকা তলে সকল শ্রেণি-পেশার মানুষকে সমবেত হওয়ারও আহŸান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন