‘দেশে এখনো পাকিস্তানের দোসররা আছে, যার মদদদাতা খালেদা’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে এখনো পাকিস্তানের দোসররা বিচরণ করছে। যার মদদদাতা খালেদা জিয়া।
দেরিতে হলেও যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হয়েছে। দেশকে পুরোপুরি কলঙ্কমুক্ত করতে হলে জামায়াত-বিএনপিকে বর্জন করতে হবে।
শনিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে স্থায়ী শান্তি আনতে হলে জঙ্গি এবং জামায়াতের সঙ্গী খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় জানাতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন