২৪ সেপ্টেম্বর
দেশে করোনায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪০
দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৭২ জনে দাঁড়াল। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৩ হাজার ৮২৭ জন হলো।
বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া ২৮ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৭ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। তাদের মধ্যে ১৭ জনেরই বয়স ৬০ এর বেশি।
ঢাকায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত মোট মৃতের ৪৯ শতাংশই ঢাকায়।
ওই ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৫৭টি।
২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২,১৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন