দেশে ক্রমান্বয়ে ই-কমার্স ব্যবসার সুযোগ বাড়ছে
দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ই-কমার্স ব্যবসার সুযোগও বাড়ছে। তাই ভবিষ্যতে এধরনের ব্যবসার পরিধি আরো বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা।
শনিবার (১ জুন) রাজধানীর গুলশানে দুই দিনব্যাপী ই-কমার্স এক্সপো-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে মোবাইল অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টি আই এম নুরুল কবীর বলেন, দেশের তরুণ উদ্যোক্তারা প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারে দক্ষতার পরিচয় দিচ্ছে।
ঢাকা চেম্বারের জৈষ্ঠ্য সহ-সভাপতি কামরুল ইসলাম জানান, গত বছর দেশে ই কমার্সের আকার বেড়েছে ৭০ শতাংশ। এখাতে মোট লেনদেনের পরিমাণ ছিলো প্রায় ১ হাজার কোটি টাকা।
এ খাতকে আরো এগিয়ে নিতে সরকারী নীতিমালার পাশাপাশি প্রণোদনার দাবি জানানো হয়। গুলশানের খাজানা গার্ডেনিয়াতে শনিবার পর্যন্ত চলা এক্সপোতে অংশ নিয়েছে ৬০টি প্রতিষ্ঠান। যেখানে তৈরি পোশাক, জুতা, প্রসাধনী, জুয়েলারিসহ বিভিন্ন ধরনে পণ্য পাওয়া যাচ্ছে ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন