দেশে গণতন্ত্রের পরিবর্তে এক ব্যক্তির শাসন চলছে : খন্দকার লুৎফর
দেশে এখন গণতন্ত্রের পরিবর্তে শুধু দলীয় নয়, এক ব্যাক্তির শাসন চলছেবলে মন্তব্য করে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আমাদের সংগ্রাম-আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দলের নয়পল্টনের কার্যালয়ে “২৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস স্মরণে” জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার অল্প সময়ের মধ্যেই ৭৫-এর ২৫ জানুয়ারী বহুদলীয় গণতন্ত্রের কফিনের উপর বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। বর্তমানে তাদের উদ্দেশ্য দেশে কোনো বিরোধী দল থাকতে পারবে না। এটা একধরনের একদলীয় শাসন। বহুদলীয় গণতন্ত্র মুছে ফেলতে দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে।
তিনি আরো বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে সংকোচিত করার মাধ্যমে আওয়ামী লীগ প্রমান করছে তারা বাকশালী চেতনা এখনও ধারণ করছে। ৭৫এর মত আবারো একদলীয় বাকশাল প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুুত করা হচ্ছে। এ অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে প্রয়োজন জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য।
জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক হোসেন মোবারকের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন দলের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল হুমায়ূন কবির, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, যুব জাগপা সভাপতি আমীর হোসেন আমু, সাধারণ সম্পাদক মু. ইবরাহিম খলিল রাজা, ওসমান গনি, হাবিবুর রহমান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন