দেশে থাকা বিদেশি কর্মীর সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

বাংলাদেশে অবস্থান করা বৈধ-অবৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে যেসব পদে বিদেশি কর্মীরা কাজ করছেন, সেসব পদের বিপরীতে দেশে যোগ্য প্রার্থীর সংখ্যা কত, তাও জানতে চেয়েছে আদালত। পররাষ্ট্র ও স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সারোয়ার হোসেন।

দেশে বৈধ-অবৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানতে চেয়ে গত বছরের ১৯ নভেম্বর বিবাদীদের লিগ্যাল নোটিশ দেন ঢাকা মহানগরের চার বাসিন্দা। নোটিশের জবাব না পেয়ে তারা হাইকোর্টে রিট করেন।