দেশে পৌঁছেছে ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশির মরদেহ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তাঁদের মরদেহ আনা হয়।
নিহত দুই বাংলাদেশি হলেন, নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর পলাশ উপজেলার জাকারিয়া ভূঁইয়া।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক হামলা চালায় ২৮ বছরের অস্ট্রেলিয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। ঠান্ডা মাথায় এই হত্যাযজ্ঞে নিহত হয় ৫০ জন মুসলমান। নিহতরা সবাই পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, তুরস্ক, সোমালিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অভিবাসী নতুবা শরণার্থী। সেই ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে সিলেটের হোসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে গত শুক্রবার জুমার নামাজের পর ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে। আর নিহত মোজাম্মেল হকের মরদেহ আজ বুধবার রাত ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন