দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-13-at-22.09.46-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড ২০২৩।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের শিক্ষা ও পেশাগত উন্নয়ন শাখার পরিচালক এফ এম আশরাফুল আলম।
এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আগামী ২১ জুলাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে আগামী ২৯ জুলাই জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। একই দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পুরষ্কার বিতরন করা হবে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আর সোসাইটি প্রদত্ত নির্দিষ্ট লিংক থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আগামী ১৯ জুলাই ২০২৩ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং বিপিএস-এর উপদেষ্টা অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ে এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে যা পরবর্তী বছর থেকে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।
সাথে সাথে তিনি একটি ন্যাশনাল এনভায়রনমেন্টাল রিসার্স ইন্সটিটিউট গঠন করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন। এ সময় সরকারের বিভিন্ন সেক্টরে পরিবেশ স্নাতকদের অন্তর্ভুক্ত করার উপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বিক পরিবেশ বাঁচাতে বিসিএস ক্যাডারে পরিবেশ স্নাতকের অন্তর্ভুক্ত করতে হবে। শুধু তাই নয় নীতি নির্ধারনী পর্যায়েও পরিবেশ স্নাতকদের অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবী।
পরিবেশ দূষণ এখন বিশ্বব্যাপী একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর ভেতর অন্যতম একটা দূর্যোগ প্রবণ দেশ। অতি বৃষ্টি, অনা বৃষ্টি, তীব্র তাপদহ, বন্যা ও সাইক্লোন এখন আমাদের নিত্যসঙ্গী। তাই পরিবেশের সার্বিক দিকগুলো নিয়ে আমাদের এখন ভাবার সময় হয়েছে। এমনকি ভবিষ্যত প্রজন্মের জন্য একটা নিরাপদ পরিবেশ রেখে যাওয়ায় আমাদের প্রধান লক্ষ্য হবে।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির নির্বাহী পরিচালক আবু জুবায়ের, পরিচালক (প্রশাসন ও অর্থ) শেখ আবু জাহিদ, নির্বাহী সদস্য আতিকুর রহমান মল্লিক, সুজিত কুমার রায়, চিফ অপারেটিং অফিসার, পিডিসিএ মো. জিয়াউর রহমান সহ অনেকে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন