দেশে প্রানিসম্পদের অভূতপূর্ব বৈপ্লবিক উন্নয়ন হয়েছে : প্রাণিসম্পদ মন্ত্রী

প্রানিসম্পদের একটি অভূতপূর্ব বৈপ্লবিক উন্নয়ন হয়েছে বাংলাদেশে। এতো বেশি প্রানিসম্পদের উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে কল্পনা করা যায়নি যেটা সরকারি পৃষ্ঠপোষকতায় বেসরকারি উদ্যোক্তারা সবাই মিলে এটা করেছেন বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কলমা অংশে নির্মিত টোটাল মিক্সড রেশন (টিএমআর) প্ল্যান্ট উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, প্রানির জন্য খাবারের চাহিদাটা সবচেয়ে বেশি লক্ষণীয়। বিদেশ থেকে সকল খাবার আমদানি করতে গেলে যেমন বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এ জাতীয় খাবার আনতে গিয়ে আমরা আন্তর্জাতিকভাবে নানা সংকটে পরেছি। এর ফলে আমাদের এই সেক্টরে অনেক ক্ষতিকর অবস্থা হয়। তাই আমাদের সরকার চিন্তা করেছে দেশে অভন্তরে কিভাবে পরিপূর্ণভাবে প্রাণিদের জন্য খাবার তৈরি করা যায়। এই লক্ষ্য নিয়ে জার্মানির মেশিনারিজ ও তাদের প্রযুক্তি নিয়ে আমরা শুরু করলাম।

মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমাদের বিশ্বাস আমাদের বিদেশ নির্ভর হতে হবে না। প্রাণির জন্য যত প্রকার পুষ্টি সম্মত সকল গুনগত মানসম্মত খাবার দরকার তা সরবরাহ করার সুচনা হলো বাংলাদেশে। এই ধারা আমরা কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে পৌছে দেবো। ফলে প্রাণি সম্পদের একটি ব্যাপক উৎপাদন সেটি গুনগতভাবে বৃদ্ধি পাবে।

এসময় উপস্থিত ছিলেন-দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ এমদাদুল হক তালুকদার ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ড.এ.বি.এম. খালেদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা৷