দেশে ফিরলেই চাকরি পাবেন সিদ্দিকুর

দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান সরকারি চাকরি পাচ্ছেন- এ কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সিদ্দিকুর দেশে ফিরলেই আমি তাকে চাকরি দেব। সরকারি ওষুধ কোম্পানি ‘এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড’ এ তাকে চাকরি দেয়া হবে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকুনগুনিয়া ২০১৭: ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিদ্দিকুর বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন। তবে চোখ ভালো হবে কি না সেটা নিশ্চিত না। ভারতের চিকিৎসকরা চেষ্টা করছেন। শেষ চেষ্টা করা হবে যাতে অন্তত একটা চোখে সে দেখতে পারে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের ছোঁড়া টিয়ার শেলের আঘাতে চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান।