দেশে ফিরেই হামলার মুখে আফগান ভাইস প্রেসিডেন্ট
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। ওই বিস্ফোরণ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদুল রাশিদ দোসতুম।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনের পর রোববার তার দেশে ফেরার কয়েক মিনিটের মাথায় বিমানবন্দরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জেনারেল দোসতুম একটি চত্বর পার হয়ে যাওয়ার সময়ই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে তিনি কোনো আঘাত পাননি।
প্রায় এক বছরের বেশি সময় আগে আফগানিস্তান ছেড়ে তুরস্কে পাড়ি জমান দোসতুম। নিজের লোকদের দিয়ে এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ উঠেছিল তার ওপর। তবে তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করেন। এ ধরনের অভিযোগ ওঠার পরেই স্বেচ্ছায় নির্বাসনে যান তিনি।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে। কাবুল পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর নয় সদস্য এবং ট্রাফিক কর্মকর্তারা রয়েছেন। বিস্ফোরণে আরও ৬০ জন আহত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন