দেশে বাড়ছে ই-বর্জ্য কেন্দ্রিক স্বাস্থ্য ঝুঁকি
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ই-বর্জ্যের বোঝা; বাড়ছে ই-বর্জ্যকেন্দ্রিক স্বাস্থ্য ঝুঁকি। শুধু ঢাকাতেই বছরে মাথাপিছু .২৬ কিলোগ্রাম ই-বর্জ্য তৈরি হচ্ছে।
বিশেষ করে বাতিল হওয়া কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ফটোকপি মেশিন, মাইক্রোওভেন, ব্যাটারী ইত্যাদি পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘ই-বর্জ্য ব্যবস্থাপনার আইনি কাঠামো: পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের উদ্যোগে এ সেমিনারে জানানো হয়, সঠিক ও নিরাপদভাবে ই-বর্জ্য না ফেলা হলে তা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। ই-বর্জ্যে থাকা ক্ষতিকর লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, ব্রমিনেটেড ফ্লেম রির্টাডেন্ট, বেরিলিয়াম, এন্টিমনি, পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি), মার্কারী বা পারদ, আর্সেনিক, পলিক্লোরিনেটেড বাইফিনাইল (পিসিবি) ইত্যাদি মাটি, পানি ও বাতাসের সঙ্গে মিশে মানুষের জন্য এক বিষাক্ত পরিবেশের তৈরি করে। যার মাধ্যমে মানুষের স্নায়ূতন্ত্র, রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা, কিডনী ও প্রজনন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্থ করে থাকে এবং ক্যান্সার, জন্মগতত্রুটি ও প্রতিবন্ধিতা মতো রোগ ও সমস্যার জন্ম দিতে পারে।
সেমিনারে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির স্টেপ ইনিশিয়েটিভের তথ্য তুলে ধরে বলা হয়, ২০১২ সালে বিশ্বে ৪৫.৬ মিলিয়ন টন ই-বর্জ্য সৃষ্টি হয়েছে। ২০১৬ সালে যা হয় ৯৩.৫ মিলিয়ন টন। বিশ্বে এখন ৩৫৬ কোটি মোবাইল ফোন ব্যবহার হচ্ছে, ২০১৮ সালে বিশ্বে ৪০০ কোটি মোবাইল ফোন ব্যবহার করবে। বিটিআরসি-এর তথ্য মতে বাংলাদেশে ১১.৬৫ কোটি মোবাইল ফোন ব্যবহার হচ্ছে যার ওজন ১ হাজার ১২৫ টন।
সেমিনারে জানানো হয়, প্রতিবছর বিশ্বে এই ই-বর্জ্য শতকরা ৫-১০শতাংশ হারে বাড়ছে এবং এই বর্জ্যের শতকরা ৫ ভাগের বেশী পুনরুদ্ধার করা যায়না। মানুষ ও পরিবেশের জন্য বর্জ্যের ক্ষতিকর প্রভাবের কারণেই এখন আইন করে নিয়ন্ত্রিতভাবে ই-বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষার প্রয়োজন হয়ে পড়েছে। ই-বর্জ্য যে কোন সাধারণ পৌর বর্জ্য থেকে অধিক ক্ষতিকর।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে এ সেমিনারে আরও আলোচনা করেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ, খন্দকার রিয়াজ হোসেন, এ বি কে রেজা, তাহমিনা আক্তার, ইমতিয়াজ রসুল, সৈয়দ মাহবুবুল আলম, সায়মা সাইদ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন