দেশে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চায় বিএনপি : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্হার আমূল পরিবর্তন চায় বিএনপি।

রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবীতে কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং পল্লবীর দুইটি শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,শিক্ষা ব্যবস্হার আমূল পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেখানে যেখানে সংষ্কার করার প্রয়োজন রয়েছে তা আমরা করব। যেখানে নতুন ভবনের প্রয়োজন রয়েছে, যে সব স্কুলগুলোতে মাঠ সংষ্কারকরণ প্রয়োজন এবং যেই সব স্কুলে মাঠ নেই,সেই সব স্কুলগুলোতে কিভাবে মাঠের ব্যবস্হা করা যায় তার ব্যবস্হা করা। এ সবকিছু নিয়েই আমাদের শিক্ষা ব্যবস্হায় অনেক বড় পরিকল্পনা রয়েছে।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনীতি করণের মাধ্যমে পাঠ্য পুস্তকে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানদেরকে ভূল ইতিহাস শিখিয়েছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত। বাংলাদেশ এখন নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা চাই না-এই স্বাধীন নতুন বাংলাদেশে আমাদের বর্তমান প্রজন্ম নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম- তারা যাতে কোন ভূল ইতিহাস শিখে।

তিনি আরও বলেন, আমরা চাই পাঠ্য পুস্তক নতুনভাবে সংষ্কারের মাধ্যমে বাংলাদেশের সঠিক ইতিহাসগুলো যাতে পাঠ্য পুস্তকে আসে এবং সেই ইতিহাসগুলো যাতে আমাদের সন্তানরা শিখতে পারে,জানতে পারে।

আমাদের সন্তানদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পড়াশোনা ও খেলাধূলা সবকিছুর সমন্বয়ের মাধ্যমেই আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম। কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল খোশনবীশ, পল্লবী এমডিসি মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আনোয়ার হুসাইন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির, পল্লবী ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৯১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবুল প্রমুখ। আমিনুল হক স্কুলের বাচ্চাদের নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও পুরষ্কার বিতরণ করেন।

খেলার মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হক উত্তরার বৃন্দাবনে বাদ আসর ঢাকা গোল্ডেন ফিউচার মাঠে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শেখ বেলাল আহমেদ এবং পল্লবীর ২ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক দুলাল হাওলাদার এর উদ্যোগে বাদ মাগরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।