দেশে হঠাৎ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৯০১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে।
নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।গত ২৪ ঘন্টায় দেশে ১৬ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৪ জনের। শনাক্ত হন ১৭৮ জন।শনাক্তের হার ছিলো ১ দশমিক ১৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন এবং খুলনা বিভাগের ২ জন। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন