দৌলতদিয়ায় এখনও ঢাকামুখী মানুষের চাপ পড়েনি
ঈদুল ফিতরের ছুটির পর আজ প্রথম কর্মদিবস। কিন্তু দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায় নেই ঢাকামুখী যাত্রীদের চাপ। রোববার সকাল সোয়া ৯টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরি ঘাট এলাকায় স্বাভাবিক সময়ের মতোই যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা গেছে।
তবে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষের ধারণা সময় যত বাড়বে যাত্রী ও যানবাহনের চাপও বাড়বে। তবে অতিরিক্ত চাপ সামলাতে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ চলাচল করছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফলে ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবেন কর্মস্থলে ফেরা মানুষ।
অপরদিকে ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যানজট নিরসনে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন। পাশাপশি পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়ায় ঢাকামুখী যানবাহনের কোনো চাপ নেই। বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি ফেরিতে উঠছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে পারে। বর্তমানে এ রুটে ছোট বড় ২০টি ফেরি চলাচল করছে এবং ৬টি ফেরিঘাটই সচল রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন