দেড় হাজার কোটি ডলারের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে সৌদি আরব

সৌদি আরবের কাছে দেড় হাজার কোটি ডলারের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থাড (টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স) বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩০ দিনের মধ্যে আমেরিকার কংগ্রেস এতে আপত্তি না জানালে অস্ত্র বিক্রিতে আর কোনো বাধা থাকবে না।

পেন্টাগন ডিফেন্স সিকিউরিট কর্পোরেশন অ্যাজেন্সি শুক্রবার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এরইমধ্যে সৌদি আরবের প্রতিবেশী কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কাছে থাড বিক্রি করেছে আমেরিকা। এবার ‘ইরান ও অন্যান্য দেশের প্রতিরক্ষা হুমকি’ থেকে বাঁচাতে সৌদি আরবের কাছে থাড বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি আরব ৪৪টি থাড লঞ্চার ও ৩৬০টি ক্ষেপণাস্ত্র এবং আগুন নিয়ন্ত্রণ স্টেশন ও রাডার কেনার আগ্রহ দেখিয়েছে। সূত্র : আল জাজিরা