দৈনিক ২ লাখ ৭০ হাজার যাত্রী যাবে ট্রেনে
এবার ঈদকে কেন্দ্র করে প্রতিদিন দুই লাখ ৭০ হাজার যাত্রী বহন করবে রেলওয়ে। মঙ্গলবার(২৯ আগস্ট) দুপুরে রাজধানীর কমলাপুরে রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের ব্যাপারে রেলওয়ের ব্যবস্থাপনা দেখেন রেলমন্ত্রী মুজিবুল হক।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, আরামদায়ক ও নিরাপদ হওয়ায় ট্রেনের প্রতি মানুষের আগ্রহ বেশী। ঈদ উপলক্ষে অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাতে অধিক সংখ্যক যাত্রী পরিবহন করা যায়। এ বছর সর্বোচ্চ ২ লাখ ৭০ হাজার যাত্রী প্রতিদিন রেলওয়ের মাধ্যমে পরিবহন করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন সিডিউল বিপর্যয়ের কোন সম্ভাবনা নাই। আজকে বিকাল ৩ টা পর্যন্ত ৩০ টি ট্রেন কমলাপুর ছেড়েছে, তার মধ্যে ২ টি ট্রেনের কিছু দেরী হয়েছে।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন সহ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী কিছু যাত্রীদের সঙ্গেও কথা বলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন