দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ঘন কুয়শার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদার হিসেবে পরিচিতি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এসময় উভর পার থেকে ছেড়ে আসা ৫টি ফেরি যাত্রী ও চালক নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এ রুটে চলাচলরত ১৬টি ফেরি বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের দুই পাড়ে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে।
এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার যাত্রীর।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, মঙ্গলবার রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় উভয় পাড় থেকে ছেড়ে আসা ৫টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।
তিনি আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৯-১০ ঘন্টা ফেরি চালানো সম্ভব হচ্ছে।
বাকি সময় কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখতে হচ্ছে।
কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন