দ্বাদশ সংসদ নির্বাচনে কোন দলের কতজন প্রার্থী?
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/National-Election-parliament-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা পড়েছে দুই হাজার ৭১৩ জন প্রার্থীর। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৯৬৬ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন।
আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। অপরদিকে সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) মনোনয়ন জমা দিয়েছে ২৮৬টি আসনে।
শুক্রবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায় এ তথ্য।
ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে ৩০টি নিবন্ধিত দলের এক হাজার ৯৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ৭৪৭ জন।
অন্যান্য রাজনৈতিক দলের যে কয়টি আসনে প্রার্থী
তৃণমূল বিএনপি ১৫১, জাসদ ৯১, ইসলামী ঐক্যজোট ৪৫, জাকের পার্টি ২১৮, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭, গণফ্রন্ট ২৫, গণফোরাম ৯, জমিয়তে ইসলাম বাংলাদেশ ১, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২, বাংলাদেশ মুসলিম লীগ দুটি আসনে প্রার্থী দেয়।
এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৩, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭, জাতীয় পার্টি (জেপি) ২০, বাংলাদেশ সাম্যবাদী দল ০৬, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, গণতন্ত্রী পার্টি ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩, বিকল্প ধারা বাংলাদেশ ১৪ , বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮, বাংলাদেশ খেলাফত মজলিস ১, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ৩৭, বাংলাদেশ মুসলিম লীগ পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ৫৫, বাংলাদেশ কংগ্রেস ১১৬, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৪৯, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২টি আসনে মনোনয়ন দাখিল করেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন