দ্বিতীয়বারের মতো তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী নিয়ে বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ
দ্বিতীয় বারের মতো তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন জ্বালানী নিয়ে বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ এমভি পাভো ব্রেভ।
শনিবার (১ জুলাই) মধ্যরাতে পানামার পতাকাবাহী এই জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।
পরে সেখান থেকে সকাল ১০টার দিকে জাহাজটি বন্দরেন ইনার চ্যালেনে ভিড়লে লাইটারেজ পদ্ধতিতে কয়ালা খালাস শুরু করে কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর দ্বিতীয় বারের মতো কয়লা নিয়ে আসে এই জাহাজটি। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ—পরিচালক আযিযুর রহমান জানান, সকাল ১০টার পর থেকে ছোট জাহাজে কয়লা খালাস শুরু হয়েছে। এখান থেকে ৫ হাজার কয়লা খালাস করা হলে রাতেই তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভ্যাসেলটি নোঙ্গর করবে।
এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা নামের একটি জাহাজ প্রথম বন্দরে আসে। ওই কয়লা দিয়েই ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়। তবে গত ০৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন