দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সময় এক দিন বেড়েছে
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সময় এক দিন বেড়েছে। ফলে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায়, যা আগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে এই পর্বের ইজতেমার সময় এক দিন বাড়ানো হয়েছে বলে রোববার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসন নিশ্চিত করেছে।
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির সাংবাদিকদের বলেন, বৈরী আবহাওয়ার কারণে মাওলানা সাদ কান্ধলভী পক্ষের স্থানীয় মুরুব্বিরা সরকারের কাছে এক দিন সময় বেশি চেয়ে আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিন বাড়ানো হয়েছে। তাই ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
এর আগে গত শনিবার প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন