দ্বীপের রানী ভোলায় ড্রিমল্যান্ড শিশু পার্ক উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল

দ্বীপের রানী ভোলায় ড্রিমল্যান্ড শিশু পার্ক উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল নেমেছে। ভোলার শিশু-কিশোরদের সুস্থধারার চিত্ত বিনোদন ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে ড্রিমল্যান্ড শিশু পার্কটি গড়ে তোলা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে টেলি কনফারেন্সের মাধ্যমে খেয়াঘাট রোড (সার্কিট হাউজের সামনে) ড্রিমল্যান্ড শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক ভোলা জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, দীর্ঘদিন এই পার্কটি অচল ও মৃতপ্রায় অবস্থায় ছিল নতুন করে কয়েকজন তরুণ উদ্যোক্তা এই পার্কটিতে প্রাণের সঞ্চার ঘটিয়েছে। আমি আশা করব তারা এই পার্কটিতে নতুন নতুন খেলনা এনে শিশুদের সুস্থ ধারার চিত্ত বিনোদনের ব্যবস্থা করবে।

ভোলা জেলার বিভিন্ন জায়গা থেকে বিনোদন প্রেমীরা এখানে আসবেন এবং নির্মল বিনোদন ও আনন্দ উপভোগ করবেন। এছাড়াও তিনি উদ্যোক্তাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে পার্কটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ড্রিমল্যান্ড শিশু পার্কের নির্বাহী চেয়ারম্যান অধ্যক্ষ খালেদা খানম এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি মো. হারুন অর রশিদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন।

সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক আবদুল বারেক, ড্রিমল্যান্ড শিশু পার্কের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন লিটন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন জায়গা থেকে আগত অভিভাবক ও শিশু কিশোরগণ উপস্থিত ছিলেন।

পার্কটিতে শিশু খেলনা, ওয়াটার রাইডস, লেকভিউ রেস্টুরেন্ট, পিকনিক স্পট, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন (খাবার সরবরাহ) সহ সকল সুবিধা থাকবে বলে জানান পার্ক কর্তৃপক্ষ।